বিলুপ্তির পথে মানুষ: গোলাম আলী

মহা প্রভু সৃষ্টিকর্তাকে স্মরণ করিলাম। বিজ্ঞানী, বিজ্ঞান ও বিদ্যানকে শিরের উপর স্থান দিলাম। বিজ্ঞান ও বিদ্যানের মতে ৮৪ লক্ষ প্রাণির বসবাস ছিল। এই পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণি বিলুপ্তি হইয়া গেছে। এবার বিলুপ্তি হবে মানুষ প্রাণি,কেন জানেন?

১. অক্সিজেনের অভাব।

২. কার্বন ডাই অক্সাইড এতবেশি বলার মতো নয়।

৩. এ্যাটেম বোমা, পরমাণু বোমা ও হাইড্রোজেন বোমার গ্যাসে এই প্রাণি জগত অভিশাপে পরিনত হইয়া গেছে। ফলে সূর্যের তীক্ষ্ণ রশ্নি দিন দিন বাড়তেই আছে। এখন মহা বোমার রুপ নিয়েছে সূর্যের তীক্ষ্ণ রশ্নি।

তাই বর্তমানে বোমা বানাতে হবে না, কিনতেও হবে না, মারতেও হবে না কাজ সেরে গেছে।

যদিও প্রাণে বাঁচার ইচ্ছা থাকে গ্যাস ভাইরাসের ভ্যাকসিন তৈরী করেন এবং দুষণ বায়ুকে সুধন করেন। আর যতসব কাজ অাছে সব কাজ রাত্রে করেন। দিনে ঘুমাইয়ে পড়েন। সূর্যের তীক্ষ্ণ রশ্নি যেন গায়ে না লাগে চেষ্টা করবেন।

ইতি – বেহুশ গোলাম আলী ভান্ডারী, কোটহিল নার্সারী, কোর্ট বিল্ডিং, কক্সবাজার। যদিও লেখার মধ্যে ভুল হয়ে থাকে সুনজরে ক্ষমা করবেন।
মোবাইল নং- ০১৮৬৮- ৬৭৩৭৮৩।