ব্যাগে লুকিয়ে ইয়াবা পাচার করতে গিয়ে উখিয়ায় র‍্যাবের হাতে রোহিঙ্গা যুবক ধরা

নিজস্ব প্রতিবেদক ◑
কক্সবাজার র‌্যাব-১৫ এর আভিযানিক দল উখিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে।

সূত্র জানায়, ৬ আগষ্ট রাতের প্রথম প্রহরের দিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল উখিয়া কুতুপালং বাজারের দক্ষিণ পাশে জামে মসজিদের সামনে পাঁকা রাস্তার উপর মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের অভিযানে যায়। ঘটনাস্থল হতে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে বালুখালী ৮নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/১৫ এর বাসিন্দা ইউছুপ আলীর পুত্র মোঃ রশিদ (৩৫) কে একটি ব্যাগসহ আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ১হাজার ৯শ ৫০পিস ইয়াবা পাওয়া যায়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদক ও ধৃত মাদক কারবারীকে উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।