ভারুয়াখালী-পিএমখালী সংযোগ সেতু স্থাপনের দাবীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল

কক্সবাজার সদরের ভারুয়াখালী-পিএমখালী সংযোগ সেতু স্থাপনের দাবীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগষ্ট (শুক্রবার) বিকলে ৩ টার দিকে ভারুয়াখালী ইউনিয়নের বড় চৌধুরী পাড়া খেয়াঘাট প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বড় চৌধুরী পাড়ার বাসিন্দা ডা. জাফর আলমের সভাপতিত্বে ও এডভোকেট শওকত বেলালের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান সিকদার, ভারুয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দীন, সাধারন সম্পাদক মঈন উদ্দীন ও ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল হক, বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দীন পেয়ারু, ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবাদুল হক, এডভোকেট নুরুল ইসলাম, একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফজলুল হক, ঘোনাপাড়া এলাকার মৌলানা আব্দুল হাকিম ছিদ্দিকী, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইসলাম, ডা. ছৈয়দ নুর, মৌলানা শফিকুর রহমান, হাফেজ মৌলানা নুরুল আমিন, মাষ্টার নুরুল আমিন পুতু, মাষ্টার জহিরুল ইসলাম, সংবাদকর্মী সাইফুল ইসলাম, মো. রুহুল আমিন, মৌলানা ছালামত উল্লাহ, মো. আব্দুল্লাহ ও মৌলানা আব্দুল করিম প্রমূখ। শুরতেই কোরআন তিলোয়াত করেন হাফেজ মো. আরাফাত।

সভায় বক্তারা বলেন, ভারুয়াখালী ইউনিয়নটি কক্সবাজার সদর থানার আওতায়। অথচ ভারুয়াখালী হতে কক্সবাজার সদর থানা ও শহরে যেতে প্রায় ১ থেকে ২ ঘন্টা সময় লাগে। যদিও ভারুয়াখালী-পিএমখালী সংযোগ সেতু নির্মাণ হয় তাতে সময় লাগবে ২০ থেকে ২৫ মিনিট। বর্তমানে কক্সবাজার শহরে যেতে রামু উপজেলা হয়ে দীর্ঘ ২৮/৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হয়। তাতে সময় লাগে ১ থেকে ২ ঘন্টা।

উক্ত সংযোগ সেতুটি নির্মিত হলে ভারুয়াখালীর দুই তৃতীয়াংশ লোক, রশিদ নগর ইউনিয়নের কিছু অংশ, জোয়ারিয়া নালার কিছু অংশের লোক ৮-১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ২০/২৫ মিনিট সময়ের মধ্যে কক্সবাজার শহরে পৌঁছতে সক্ষম হবে।

এদিকে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল ভারুয়াখালী-পিএমখালী ব্রীজের কথা জাতীয় সংসদে বক্তব্যে দাবী উপস্থাপন করায় আজকের মতবিনিময় সভায় বক্তারা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।