মহেশখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

মহেশখালী প্রতিনিধি :

কক্সবাজারের মহেশখালীতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অর্ধ-শতাধিক দোকান। এ ঘটনায় প্রায় কোটি টাকার সমপরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

সোমবার (১১ মার্চ) ভোররাতে উপজেলার নতুন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে মহেশখালীর একটি ইউনিট ও পরে চকরিয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ভোররাত থেকে সকাল আটটা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, ‘প্রায় অর্ধ-শতাধিক দোকান আগুনে পুড়েছে। এ উপজেলার বাণিজ্যিক এলাকা এটি। হঠাৎ আগুনে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। প্রশাসনের উচ্চ মহলে জানানো হয়েছে।’