মহেশখালীর পাহাড় থেকে নারীসহ ৭ মালয়েশিয়াগামী রোহিঙ্গা আটক

এম বশির উল্লাহ , মহেশখালী :

কক্সবাজারের মহেশখালীর পাহাড় থেকে মালয়েশিয়াগামী ৭ নারী পুরুষকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ। আজ ৪ এপ্রিল পুলিশ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। রোহিঙ্গারা ক্যাম্প থেকে পালিয়ে মহেশখালীর পাহাড়ে আশ্রয় নিচ্ছে। বৃহস্পতিবার দুপুর ১২টার সময় মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গাপাড়া পাহাড়ের চিকন জিরি এলাকার পানের বরজ হতে নারী ও পুরুষ সহ ৭জন রোহিঙ্গাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

মহেশখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত(ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রোহিঙ্গাদের আটক পুর্বক থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে রোহিঙ্গাদের বসতি গড়তে পাহাড়ে এনে জমায়েত করছে মানব পাচারকারীরা। আটককৃত রোহিঙ্গাদের বিধি মোতাবেক ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে।
মহেশখালী থানা পুলিশকে সহায়তা করেন বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আলমগগীর, ছৈয়দ হোসন, লুৎফর রহমান, মোহাম্মদ সোলাইমান।