রোহিঙ্গা মাঝি হত্যা: চলছে চিরুনি অভিযান, গ্রেফতার ৩

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল •


কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮ তে আজিম উদ্দিনকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যরা।

শনিবার(১১ জুন) সকালে কক্সবাজার জার্নাল কে এ তথ্য নিশ্চিত করেন ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন।

তিনি জানান, শুক্রবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত সময়ে অভিযান চালিয়ে এজাহারের ৪নং আসামী ক্যাম্প-১৯ এর এ-৮ ব্লকের মৃত মো. সলিমের ছেলে মো. হাসিম(৪০),৫নং আসামী ক্যাম্প-১৬ এর ডি-৬ ব্লকের আব্দুল হাকিমের ছেলে মো. জাবের ও ৬নং আসামী ক্যাম্প-১৬ এর সি-৬ ব্লকের মৃত আবুল কাসিমের ছেলে মো. ইলিয়াছ(৪০) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার আসামীদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি। তাছাড়া অন্যান্য আসামীদের গ্রেফতারে চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা রোহিঙ্গা ক্যাম্পে আজিম উল্লাহ (৪৮) নামের এক মাঝিকে কুপিয়ে হত্যা করে। এসময় সন্ত্রাসীদের কুপে আরো দুই রোহিঙ্গা আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় আজিম উল্লাহকে রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এসময় তাদের ধারালো দায়ের কুপে আরও দুইজন গুরুতর আহত হন।

পরে পোস্টমর্টেম শেষে ৮ এপিবিএন পুলিশের সদস্যদের উপস্থিতিতে নিহত রোহিঙ্গা নেতার লাশ দাফন সম্পন্ন করা হয়।