মানবপাচার চক্রের চার সদস্য গ্রেফতার

কক্সবাজার জার্নাল ডেস্ক:
মানবপাচার চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। সোমবার (২ জানুয়ারি) সকালে সাতক্ষীরা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন মো. মোকলেছুর রহমান (৩৬), মো. শহিদুজ্জামান বাবুল (৪৪), মো. আনারুল ইসলাম (৩৩) ও মো. কাজিরুল ইসলাম (৩২)। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় মামলা রয়েছে।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আবুল কালাম আজাদ বলেন, সাতক্ষীরায় অভিযান চালিয়ে মানবপাচার চক্রের চারজনকে গ্রেফতার করে সিআইডি। এর আগে গত ১৯ ডিসেম্বর চক্রের এক সদস্য মো. আবদুস সাত্তারকে (৩৮) যশোরের কেশবপুর হতে গ্রেফতার করা হয়েছিল।

গ্রেফতার সাত্তার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। সেখানে তিনি জানান, গ্রেফতাররা মোটরসাইকেলে করে মানবাপাচারের উদ্দেশ্যে কয়েকজনকে যশোর থেকে সাতক্ষীরায় মো. মোকলেছুর রহমানের বাড়িতে রেখে আসেন। পরে ভারতে অবস্থানরত নজরুল ও তার সহযোগীদের সহায়তায় তাদের পাচার করা হয়।

সিআইডি জানায়, গ্রেফতার সবাই ভারতে নারী ও শিশু পাচারকারী দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে সাতক্ষীরা, যশোর ও নড়াইলে মানবপাচার আইনে একাধিক মামলা রয়েছে।

এ চক্রের মূলহোতা মো. আনোয়ার হোসেন ভারতের কারাগারে আটক রয়েছেন। অপর আসামি নজরুলকে গ্রেফতার করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সিআইডির মানবপাচার অপরাধ দমন ইউনিট কাজ করে যাচ্ছে।
জাগোনিউজ২৪