মিয়ানমার থেকে নতুন করে ঢুকেছে আরও ১৪৯ জন

নিজস্ব প্রতিবেদক :

অভ্যন্তরীণ সংঘর্ষের জেরে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশসহ আরও ১৪৯ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। এ নিয়ে এখন পর্যন্ত আশ্রয় নিয়েছে ২৫৫ জন।

নতুন করে আসা বিজিপি সদস্যদের নিরস্ত্র করে বান্দরবানের থাইংখালি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও পালংখালী বিওপিতে রাখা হয়েছে। তাদেরকে পরবর্তীতে ঘুমধুম সীমান্ত এলাকায় আশ্রয় নেয়া অন্য বিজিপি সদস্যদের কাছে নেয়া হতে পারে বলে জানা গেছে।

বেশ কিছুদিন ধরেই মিয়ানমারে জান্তার সাথে বিদ্রোহীদের তুমুল লড়াই চলছে। এতে কঠিন পরীক্ষায় পড়েছে জান্তা সরকার। গণমাধ্যমের খবর অনুযায়ী, বিদ্রোহীদের প্রবল প্রতিরোধে গেল তিনদিনে জান্তা বাহিনীর কমপক্ষে ৬২ সদস্য নিহত হয়েছেন। প্রাণে বাঁচতে গত দুইদিনে অস্ত্রসহ বাংলাদেশে পালিয়ে এসেছে দেশটির সীমান্তরক্ষী পুলিশের সদস্যরা।