“যুব সমাজ স্বপ্ন দেখার পাশাপাশি বাস্তবায়নও করে”

গতকাল ১২ই আগস্ট ছিলো আন্তর্জাতিক যুব দিবস। প্রতি বছর আমাদের দেশে দিবসটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়।

যুব দিবসে যুবকদের প্রতি আমার একটি শর্ট মেসেজ, একটি দেশের প্রাণ হলো যুবশক্তি, যুবশক্তিই পারে দেশকে শীর্ষে নিয়ে যেতে।

কারণ যুব সমাজ বলবান,আত্মবিশ্বাসী, সৃজনশীল, উৎপাদনশীল শক্তি, তাদের আছে স্বপ্ন, আছে নতুনের প্রতি আসক্তি এবং আশা আকাঙ্খা।

আমাদের দেশে যুবকরা কম বেশি নেটওয়ার্কিং এর সাথে সম্পৃক্ত। ডিজিটাল বাংলাদেশের একটি বিরাট অংশ জুড়ে আছে নেটওয়ার্কিং এবং যুব সমাজ এই নেটওয়ার্কিংকে আরো জনকল্যাণকর করে তুলেছে।

যুবকগণ আপনারা নিজেরা উদ্যোক্তা হলে
সফলতা অনিবার্য। তারপর মানবিক কিছু সেবা মূলক সংগঠনও যুবকরাই পরিচালনা করে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে।

আমার মতে দেশের যুবকরা একেক জন উজ্জ্বল নক্ষত্র স্বরূপ। তাদের জ্বালাতে প্রয়োজন অনুপ্রেরণা আর সাহস। এগুলোর সমন্বয় হলেই আজকের যুব দিবস স্বার্থক।

দেশের সকল যুবকদের প্রতি আমার দোয়া ও ভালোবাসা রইল।

ডাঃ এম.এ ফজল
বিশিষ্ট সংগঠক ও তরুণ উদ্যোক্তা
প্রশাসনিক কর্মকর্তা- পেরেন্টস কেয়ার স্কুল এন্ড কলেজ।
সাধারণ সম্পাদক- অধ্যক্ষ ডাঃ আবদুল করিম ফাউন্ডেশন।