রামুতে আদম (আঃ)কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার

রামু প্রতিনিধি •


রামুতে হযরত আদম (আঃ) কে নিয়ে ফেইসবুকে কুরুচিপুর্ণ মন্তব্যের অভিযোগে সুলাল শর্মা (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এব্যাপারে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

জানাগেছে, ভারতের বাবরি মসজিদ সংশ্লিষ্ট ‘এভার গ্রীন বাংলাদেশ’ নামের একটি এফ,বি আইডিতে প্রকাশিত একটি স্ট্যাটাসে
কক্সবাজার সদর উপজেলাধীন ঝিলংজা ইউনিয়নের পুর্ব খরুলিয়া গ্রামের ধনি রাম শর্মার পুত্র সুলাল শর্মা হযরত আদম (আঃ) ও মুসলমানদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে করে।

সুলাল শর্মার কর্মস্হল রামুর তেচ্ছিপুল গ্রামের ধর্মপ্রান মানুষ ক্ষুদ্ধ হয়ে তার বিক্ষোভ করলে গত ৯ নভেম্বর শনিবার রাতে রামু থানার অফিসার ইনচার্জের নির্দেশে এস,আই সোহেল রানার নেতৃত্বে পুলিশ ঘটনাস্হল থেকে মোবাইল সহ অভিযুক্ত সুলাল শর্মাকে গ্রেফতার করে।

রামু থানার এস,আই সোহেল রানা জানান, এব্যাপারে ইসলাম ধর্মের প্রতি ইচ্ছাকৃতভাবে অবমাননাও আপত্তিকর মন্তব্যের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে।