রামুতে দালালসহ রোহিঙ্গা আটক

হাবিবুর রহমান সোহেল •
কক্সবাজার জেলার রামু উপজেলায় রশিদ নগর ইউনিয়ের ভোটার তালিকা হালনাগাদ ছবি তোলা কার্যক্রম চলাকালে এনএসআই এর হাতে দালালসহ এক রোহিঙ্গাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।
আটককৃত রোহিঙ্গা (ছন্দ নাম- ওমর মিয়া)। অপরজন দালাল ওমর ফারুক তার পিতার নাম- শামশুল আলম। সে রামু ধলিরছড়ার উল্ডাখালী এলাকায়।
২২ অক্টোবর মঙ্গলবার বেলা ১১ টায় তাদেরকে আটক করে রামু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় চাকমার আদালতে হাজির করলে, বিজ্ঞ আদালতে দুজনকে ১৮৬০ এর ১৮৮ ধারায় এক মাসের কারাদন্ড প্রদান করে। আর তাদের ২টি মোবাইল ফোন জব্দ করেন।
গোয়েন্দা সুত্রে জানিয়েছেন, ওই রোহিঙ্গার পক্ষে, সুপারিশ করেন, নুরুল আলম, কথিত সম্পর্কে-  চাচা, NID –  2211667007265.  হাছন আরা, কথিত সম্পর্কে- ফুফু, NID –  2211667007598,  ওমর ফারুক (নিজ), কথিত সম্পর্কে- ভাই, NID -2844538229।
রামুর ইউএনও জানান, চলমান অভিযানে, কোন রোহিঙ্গা যাতে ভোটার হতে না পারে সেদিকে লক্ষ্য রেখে কাজ করা হচ্ছে। তিনি জানান, কোন রোহিঙ্গা পেলে তাকে ছাড় দেওয়া হবেনা। তাছাড়া, রোহিঙ্গাদের আশ্রয় দানকারীদেরও শাস্থির আওতায় আনা হবে।