রামুতে দুই গরু চোরকে ধরলো নৈশপ্রহরী: পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক •

রামুর উত্তর খুনিয়াপালং থেকে গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় চোরাই গরুসহ ২ যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি টমটম জব্দ করা হয়েছে।

রবিবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে তাদের থানায় সোপর্দ করা হয়।

আটকরা হলেন- উত্তর খুনিয়াপালং এলাকার মোজাম্মেল হকের পুত্র সিফাত (২১) ও একই এলাকার মিজান (২৩)।

স্থানীয়রা জানায়, গত শনিবার (১৪ আগষ্ট) আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে রামুর উত্তর খুনিয়াপালং এলাকার রশিদ আহমদের পুত্র মিজানুর রহমানের বাড়ি থেকে একটি গরু চুরি হয়। রবিবার (১৫ আগষ্ট) রাত ২টার দিকে টমটম যোগে গরুটি বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় সন্দেহজনক হলে রামু সরকারি কলেজের নৈশপ্রহরীরা গরুসহ ২ জনকে আটক করে। পরে তাদের তথ্য মতে খবর নিয়ে মালিককে খুঁজ নিয়ে গরু বুঝিয়ে দেওয়া হয়।

উত্তর খুনিয়াপালং গ্রামের ভুক্তভোগী মিজানুর রহমান জানান, এরা দিনে ছদ্মবেশী গরু বেপারি আর রাতের আঁধারে গরু চোর। তাদের উৎপাতে গ্রামে গরু পালন করা কষ্টকর হয়ে উঠেছে। আগেও তারা বেশ কয়েকটি ঘটনায় ধরা পড়েছে।

রামু থানার এসআই আমির হোসেন আমির জানান, আটকদের থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে গরু চুরির দায়ে মামলা শেষে কারাগারে পাঠানো হবে।