রামুতে দুর্বৃত্তদের হাতে একব্যক্তি গুলিবিদ্ধ : চট্রগ্রাম মেডিকেলে প্রেরণ

সোয়েব সাঈদ, রামু :

কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালায় রিক্সা নিয়ে বাড়ি ফেরার পথে এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২০ নভেম্বর) রাত দশটার দিকে জোয়ারিয়ানালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব জোয়ারিয়া নালা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মেহের আলী (৫০) ওই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। ঘটনার পরপরই তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়।

সেখানে অবস্থার অবনতি হলে রাত এগারোটার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানিয়েছেন, রাতে মেহের আলী রিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন।

পথিমধ্যে হামিদুল হকের বাড়ির সামনে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে মেহের আলী বুকে গুলিবিদ্ধ হন।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান এবং পরে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন।

স্থানীয়রা জানিয়েছেন গুলি করার পর দুর্বৃত্তরা সোনাইছড়ি খাল পার হয়ে মৌলভীর পাড়া এলাকার দিকে পালিয়ে যায়।

খবর পেয়ে রাতে রামু থানা পুলিশ ঘটনাস্থলে যান।

মেহের আলী পেশায় কৃষক। তাকে গুলি করার কারণ জানা যায়নি।

তবে স্থানীয় একটি সূত্রে জানা গেছে, শ্বশুরবাড়ির লোকজনের সাথে জমিজমা নিয়ে মেহের আলীর পরিবারের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল।

এ ঘটনার পর থেকে এলাকায় জনমনে আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।