রামুতে পিকআপের ধাক্কায় টমটম যাত্রীর মৃত্যু

সোয়েব সাঈদ, রামু •


রামুতে পিকআপ এর ধাক্কায় আহত নারীর মৃত্যু হয়েছে। নিহত শামসুন্নাহার (৪০) রামুর চাকমারকুল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নয়া চরপাড়া এলাকার আবুল কাশেমের স্ত্রী।

সোমবার (১৮ এপ্রিল) বিকালে ডুলাহাজারা খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে তিনি মারা যান।

শনিবার (১৬ এপ্রিল) দুপুরে রামুর চাকমারকুল ইউনিয়নের কলঘর বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কে দূর্ঘটনার শিকার হন শামসুন্নাহার।

চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার জানান- একটি অজ্ঞাত পিকআপ টমটম গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে টমটম গাড়িতে থাকা যাত্রী শামসুন্নাহার ও ছৈয়দ হোসেন গুরুতর আহত হন।

মূমূর্ষূ অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধিন অবস্থায় শামসুুন্নাহার মারা যান। এ দূর্ঘটনায় আহত ছৈয়দ হোসেনের অবস্থাও আশংকাজনক। ছৈয়দ হোসেন ঝিলংজা ইউনিয়নের পূর্ব খরুলিয়া এলাকার বাসিন্দা। দূর্ঘটনার পরই ঘাতক গাড়ি পালিয়ে যায়।

চাকমারকুল ইউনিয়ন পরিষদের সদস্য ছৈয়দ নুর জানান- সোমবার তারাবীর নামাজের পর নিহত শামসুন্নাহারের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। তিনি আরো জানান- শামসুন্নাহারের পরিবার হতদরিদ্র। তাই দুদিন চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খেতে হয়েছে।