রামুতে ফের আটক ৬৪ রোহিঙ্গা

স্টাফ রিপোর্টার •

কক্সবাজারের রামুর চট্রগ্রাম- কক্সবাজার মহাসড়কের বিভিন্ন পয়েন্ট হতে আবারো ৬৪ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।

রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা জানিয়েছেন- চলমান কঠোর লকডাউন চলাকালে বৃহষ্পতিবার (৫ আগস্ট) মহাসড়ক সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণস্থানে অস্থায়ী তল্লাশী ফাঁড়িতে এরা ধরা পড়ে।

এরমধ্যে সকাল ১০টায় রশিদনগর ইউনিয়নে বর্ডার লকডাউন বাস্তবায়ন চেকপোস্ট হতে ২৪জন, রামু বাইপাস হতে ৩০জন এবং বিকাল তিনটায় জোয়ারিয়ানালা হতে ১০ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

জানা গেছে, আটককৃত রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কাজের সন্ধানে বের হয়েছিল। এসব রোহিঙ্গা আটকের ক্ষেত্রে বিজিবি, পুলিশ, আনসার ও উপজেলা স্কাউট দলের সদস্যরা ভূমিকা পালন করেন।

রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা আরো জানান- আটককৃত রোহিঙ্গাদের ৬৪ জনকে ৫ হাজার টাকা জরিমানা ও ৩৭টি মোবাইল জব্দ করা হয়। বিকালে পিকআপযোগে উখিয়ার শরণার্থী শিবিরে তাদের নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হয়। ছবির ক্যাপশন-রামুতে বৃহষ্পতিবার আটক হওয়ায় ৬৪ রোহিঙ্গাকে পিকআপযোগে ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে।