‘রোহিঙ্গাদের পাসপোর্ট দেয়ার সঙ্গে জড়িতদের ছাড় নয়’

ডেস্ক রিপোর্ট • রোহিঙ্গাদের পাসপোর্ট দেয়ার সঙ্গে যারা জড়িত তাদের সকলের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যারা এসব কাজে জড়িত থাকে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আর রোহিঙ্গারা যেন পাসপোর্ট না পায় সেই ব্যবস্থা নিচ্ছি। জড়িতদের কাউকেই ছাড় দেয়া হবে না।

রোহিঙ্গারা যখন এ দেশে ঢুকেছে, তাদের বায়োমেট্রিক নিয়ে আইডেন্টিফাই করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ফলে তারা পাসপোর্ট করতে গেলে সফটওয়্যারে ধরা পড়ছে। তারপরও যারা কৌশলে পাসপোর্ট করছেন তারাও ধরা পড়ছে।

এ বিষয়ে পুলিশ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে তিনি বলেন, যারা সহযোগিতা করছেন তারা কেউই ছাড় পাবেন না।