রোহিঙ্গা ক্যাম্পের বেড়া গ্লোবাল স্ট্যান্ডার্ডে করা হচ্ছে’

ডেস্ক রিপোর্ট • র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ‘পৃথিবীর কোথাও শরণার্থীদের উন্মুক্তভাবে ছেড়ে দেওয়া হয় না। এ বিষয়ে গ্লোবাল স্ট্যান্ডার্ডে যে ব্যবস্থা রয়েছে আমরা সেটাই করছি। এটা তাদের (রোহিঙ্গা) ও দেশের নিরাপত্তার জন্যই করা হচ্ছে।’

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে বনানীতে জঙ্গি হামলা মোকাবিলায় র‌্যাবের মহড়া শেষে তিনি একথা বলেন।

রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া দেওয়ার সরকারের সিদ্ধান্তের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনকে প্রশ্ন করলে প্রথমে তিনি উত্তের দেন। পরে সচিবের অনুমতি নিয়ে র‌্যাবের ডিজি বলেন, ‘এটা টার্কিশ শরণার্থী ক্যাম্পের মডেল না। সারা বিশ্বের কোথাও শরণার্থীদের ছেড়ে দিয়ে রাখা হয় না। এমনকি ম্যাক্সিকান অনুপ্রবেশকারীদের যুক্তরাষ্ট্র চারদিক থেকে ঘেরাও করে রাখে। অস্ট্রেলিয়ায় অবৈধ অভিবাসী বা বোট পিপল (নৌকায় যারা সমুদ্র পাড়ি দিয়ে যায়) তাদের আলাদা দ্বীপে রাখা হয়। ইউরোপেরও অনেক দেশে বেড়া দিয়ে রাখা হয়। তাই ভাবার কোনও কারণ নেই যে, আমরা বিশেষ কোনও কিছু করছি। এ বিষয়ে গ্লোবাল স্ট্যান্ডার্ড যে ব্যবস্থা রয়েছে, আমরা সেটাই করছি।’

রোহিঙ্গা ক্যাম্পে বেড়া দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, ‘আমাদের দেশে প্রায় ১১ লাখের মতো রোহিঙ্গা ছোট্ট একটি এলাকার মধ্যে আছে। অনেক দেশে ১১ লাখ মানুষও নেই। তাদের সুন্দর ও স্কিলড ম্যানেজমেন্ট আবহ দরকার আছে। তাদেরকে (রোহিঙ্গা) আমরা দীর্ঘদিন এভাবে খোলা রেখে দিতে পারি না। কারণ তারা মানবপাচারের শিকার হবে, দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে। তাই যৌথভাবে সব বাহিনীকে নিয়ে আমরা বেড়া দেওয়ার কাজটি করছি। দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলার দায়িত্ব পুলিশের। অপর বাহিনীগুলো তাদের সহযোগিতা করবে। স্থানীয় প্রশাসনও তাদের সহযোগিতা করবে।’