রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে হাশেম নিহত: খুন করে বীরদর্পে ফিরে গেল রোহিঙ্গা সন্ত্রাসীরা

গিয়াস উদ্দিন ভুলু,টেকনাফ

নয়াপাড়া ক্যাম্প সংলগ্ন পাহাড়ে অবস্থান নেওয়া রোহিঙ্গা স্বশস্ত্র গ্রুপের প্রকাশ্যে গুলিতে হাশেম ডাকাত নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।

সূত্রে জানা যায়, ৪ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে হ্নীলা নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের পার্শ্ববর্তী পাহাড় হতে উগ্রপন্থী সংগঠনের মুখোশধারী ১০/১২ জনের স্বশস্ত্র একটি গ্রুপ নেমে নয়াপাড়া ক্যাম্পের এইচ বল্কে গিয়ে পীর মোহাম্মদের পুত্র ও কথিত শিশু অপহরণের হোতা হাশেম (৩৫) কে বাড়ি থেকে বের করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে বীরদর্পে পাহাড়ের দিকে চলে যায়।

তাৎক্ষণিক উপস্থিত স্বজন ও রোহিঙ্গারা একটি ভ্যানে করে গুলিবিদ্ধ হাশেমকে উদ্ধার করে চিকিৎসার জন্য উক্ত ক্যাম্পে থাকা হাসপাতালে নিয়ে যায়।

এরপর কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ১১টায় তাকে মৃত ঘোষণা করে।

এব্যাপারে নয়াপাড়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে দায়িত্বরত পুলিশ উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান,নয়াপাড়া ক্যাম্পের এইচ বল্ক হতে গুলিবিদ্ধ হাশেমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় সে হাসপাতালে মারা যায়। তার মৃতদেহটি ময়না তদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।