রোহিঙ্গা ক্যাম্প হতে দেশীয় অস্ত্র ও বুলেট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ◑

কক্সবাজারের রোহিঙ্গা অধ্যূষিত টেকনাফের মোছনী রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ান(এপিবিএন) অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি অস্ত্র ও বুলেট উদ্ধার করেছে।

৪ জুলাই শনিবার সকাল ১০টার সময় এ অভিযান চালানো হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

টেকনাফ মোছনী নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন(পুলিশ) এর ইন্সপেক্টর রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন হ্নীলা মোছনী রেজিস্ট্রার রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকে রোহিঙ্গা পাহাড়ি ডাকাতদের দুই গ্রুপ অবস্থান নিচ্ছে।

উক্ত সংবাদের ভিত্তিতে ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন(পুলিশ) ইন্সপেক্টর রাকিবুল ইসলাম ও সহকারি ইন্সপেক্টর আনোয়ারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতদের দুই গ্রুপ পালিয়ে যায়।

পরবর্তীতে উক্তস্থানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় অস্ত্র ও বুলেট উদ্ধার করে এপিবিএন (পুলিশ)।

তিনি আরও জানান, টেকনাফের মোছনী রেজিস্ট্রার রোহিঙ্গা ক্যাম্পে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।