রোহিঙ্গা মাঝি গুলিবিদ্ধের ঘটনায় আটক ৭

নিজস্ব প্রতিবেদক •


কক্সবাজারের টেকনাফে সৈয়দ আহমেদ নামের এক রোহিঙ্গা মাঝিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধারের ঘটনায় অভিযুক্ত ৭ রোহিঙ্গাকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

তারা হলেন সৈয়দ করিম (৪০) মো. সালাম (২৭) মো. ইসমাইল (২৬) মো. রফিক (৪৩) মো. রুবেল (২৩) মো. ইসমাইল (৪৬) ও শমসিদা বেগম (২৩)।

শনিবার (৩১ জুলাই) দিবাগত রাতে ক্যাম্পে বিভিন্নস্থান থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনে অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম।

তিনি জানান, শুক্রবার বিকেলে নয়াপাড়া রেজিষ্ট্রার্ড ক্যাম্পের এইচ ব্লকের সাব মাঝি সৈয়দ আহমেদকে এইচ ব্লক থেকে দুর্বৃত্তরা অপহরণ করে। এদিন বিকেলেই এপিবিএনের তৎপরতায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে রাতে জাদিমুড়া, শালবাগান ও নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।