ইয়াবা কারবারিদের ডেরা থেকে পাঁচ দিন পর উদ্ধার

রোহিঙ্গা শিবিরে ইয়াবার টাকার বদলে বন্ধুকে জিম্মায় রেখে আরেক বন্ধুর চম্পট!

কক্সবাজার জার্নাল ডটকম •

রোহিঙ্গা শিবিরের ইয়াবা ডেরায় টাকার বদলে জিম্মায় রেখে যাওয়া মিজানুর রহমানকে (২৫) পাঁচ দিন পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা শিবিরের নৌকার মাঠ এলাকার রোহিঙ্গা সৈয়দ নুরের বাসা থেকে তাঁকে উদ্ধার করা হয়।

রোহিঙ্গা শিবিরে নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক জানান, রোহিঙ্গা বস্তির এক ইয়াবা ডেরায় বাংলাদেশি নাগরিক আটক রয়েছে। গোপন সূত্রে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশ ওই ডেরার রোহিঙ্গা বাসিন্দা সৈয়দ নুরের বাসায় হানা দিয়ে মিজানুরকে উদ্ধার করে। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার মাঝিরঘাট গ্রামের আবদুল মান্নানের ছেলে।

উদ্ধার হওয়া মিজানুর জানান, চট্টগ্রামের বন্ধু নাঈম অনেক দিন ধরে মিজানুরকে রোহিঙ্গা শিবিরে বেড়ানোর আমন্ত্রণ দিয়ে আসছিলেন। মিজানুর রাজি হলে দুজন একসঙ্গে রোহিঙ্গা শিবিরে বেড়াতে আসেন। নাঈম তাঁর বন্ধুকে ইয়াবা কারবারিদের ডেরায় নিয়ে পরিচয় করিয়ে দেন। এক পর্যায়ে ডেরার রোহিঙ্গা ইয়াবা কারবারিদের কাছ থেকে ইয়াবার চালান নিয়ে টাকার বদলে মিজানুরকে জিম্মায় রেখে চলে যান নাঈম। টাকা দিয়ে মিজানুরকে ছাড়িয়ে নেওয়ার কথা বলে আর ফেরেননি তিনি।

পরে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই ডেরায় অভিযান চালিয়ে মিজানুরকে উদ্ধার করে। অভিযানকালে ডেরার সবাই পালিয়ে যায়। পুলিশ সেই ডেরার ইয়াবা কারবারে জড়িত রোহিঙ্গাসহ হেড মাঝি হারেজ ও সাব-মাঝি বেলালকে খুঁজছে বলে জানানো হয়েছে।