রোহিঙ্গা শিবিরে ওয়ার্ল্ড ভিশনের সেফটি ট্যাংক পরিষ্কার করতে গিয়ে প্রাণ গেলো দু’জনের!

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের উখিয়ার বালুখালীতে সেপটিক ট্যাংকে পড়ে দুই রোহিঙ্গা নাগরিকের মৃত্যু হয়েছে। তারা এনজিও সংস্থা ওয়ার্ল্ড ভিশনের সেপটিক ট্যাংকগুলো পরিষ্কারের কাজ করতে গিয়েছিলেন।

নিহতরা হলেন- ক্যাম্প ৮-এর বি-২৩ ব্লকের নাজির হোসেনের ছেলে মো. সাদ্দাম (২৫) ও ক্যাম্প-১০ এর এইচ ২২ ব্লকের নুরুল আমিন (২৭)।

রবিবার (৩১ অক্টোবর) সকালে ক্যাম্প-৮-এর বি-২৩ ব্লকের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন।

তিনি জানান, ওয়ার্ল্ড ভিশনের এসব সেপটিক ট্যাংক পরিষ্কারের জন্য কয়েকজন রোহিঙ্গাকে শ্রমিক হিসেবে নিয়োগ করা হয়। রবিবার সকালে ক্যাম্প-৮-এর বি-২৩ ব্লকের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গেলে ওই ট্যাংকের ভেতরে পড়ে যান তারা। পরে তাদের উদ্ধার করতে গিয়ে কবির আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন।