রোহিঙ্গা শিবিরে ব্র‍্যাকের বালি বহনে নিয়োজিত ডাম্পারের ধাক্কায় শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সড়ক দুঘর্টনায় এক রোহিঙ্গা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার(১ সেপ্টেম্বর) দুপুরে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন চার রাস্তার মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু লম্বাশিয়া ক্যাম্প- ১ ইস্ট ডি – ৭ ব্লকের বাসিন্দা আবুল ফয়েজ এর ছেলে আবসার মোহাম্মদ নুর (৪)।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাড়ী চালকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

আটক ব্যক্তি কক্সবাজারের দক্ষিণ হাজীর পাড়া গ্রামের বাসিন্দা আবুল কালামের ছেলে চালক মোঃ ইউসুফ (২২)।

পরে আটককৃত ব্যক্তিকে রাতে উখিয়া থানায় সোর্পদ্দ করা হয়।

সূত্রে জানা যায়, লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন চার রাস্তার মোড়ে ডাম্পারের ধাক্কায় রোহিঙ্গা শিশুটি গুরুতর আহত হয়। পাশ্ববর্তী লোকজন উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে সংকটাপন্ন হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।

বুধবার সন্ধ্য সাত টার দিকে চিকিৎসাধীন অবস্হায় মৃত্যুবরন করে।

এদিকে আরও জানা যায়, এপিবিএন কর্তৃক অতি সম্প্রতি উচ্ছেদ করা স্থানে ব্র্যাক কর্তৃক শেল্টার নির্মানের বালি বহন করার কাজে ডাম্পারটি ব্র্যাক কর্তৃক (চুক্তি করা) নিয়োজিত ছিল।

বিষয়টি নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)’র অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাঈমুল হক।