রোহিঙ্গা সন্ত্রাসীর গুলিতে ফের প্রাণ হারালো স্থানীয় যুবক

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •


টেকনাফে আবারও রোহিঙ্গা সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে আয়াজ ও হোসেন নামে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছে।

এর মধ্যে কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে হোসেন মারা গেছে বলে জানায় স্থানীয়রা।

তথ্য সূত্রে জানা যায়, ২২ এপ্রিল (বৃহস্পতিবার) রাত ৮ দিকে টেকনাফের দমদমিয়া নেচার পার্ক সংলগ্ন জাদিমুরা নামক রোহিঙ্গা শিবিরে এই ঘটনাটি সংঘটিত হয়েছে।

গুলিবিদ্ধ হয়ে নিহত ও আহত দুই যুবক হচ্ছে,
টেকনাফ দমদমিয়া এলাকার মুজিবুল্লাহ পুত্র মো. আয়াজ (১৯) জাদিমুরা এলাকার বাচা মিয়ার পুত্র মোহাম্মদ হোসেন (৩০)।

এ বিষয়ে টেকনাফ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান গুলিবিদ্ধ দুই যুবকের অবস্থা আশংখা জনক দেখে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার পর উন্নত চিকিৎসা পাওয়ার জন্য কক্সবাজার সদর হাসপাতাল প্রেরন করা হয়েছে।

এদিকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে হোসেন মৃত্যুর কোলে ঢলে পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান কক্সবাজার জার্নালকে বলেন, সংঘটিত ঘটনার খবর শুনে তাৎক্ষনিক ভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে ক্যাম্পের আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসার পর অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসীদের ধরতে পুলিশের অভিযান এখনো অব্যাহত আছে। তবে কি কারনে ঘটনাটির সুত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।

তিনি আরো বলেন, ঘটনার আসল রহস্য উদঘাটন করার জন্য পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।