র‌্যাগিংয়ের ভিডিও ভাইরাল, ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

ডেস্ক রিপোর্ট – দুই শিক্ষার্থীকে র‌্যাগিংয়ের অভিযোগে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৬ ছাত্রকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরাল বডির জরুরি বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- ইলেকট্রিনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের (ইটিই) ২য় বর্ষের ছাত্র মো. শিপন আহম্মেদ, মো. শাহিন মিয়া, নাদিম ইসলাম, হৃদয় কুমার ধর, তুর্য্য হাওলাদার ও আশিকুজ্জামান লিমন।

গত শনিবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুই ছাত্রকে র‌্যাগিংয়ের ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টিতে আসে। এ ঘটনার দুই দিন পর আজ ওই ছয় ছাত্রকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।