র‌্যাবের জ্যাকেট পরে ডাকাতির প্রস্তুতির সময় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ডেস্ক রিপোর্ট • রাজধানীর বাড্ডায় বুধবার দিবাগত রাতে র‌্যাবের জ্যাকেট পরে ডাকাতির প্রস্তুতির সময় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুজন। নিহতের নাম- লাভলু। আহতরা হলো- সেলিম মিয়া (৪৫) ও কামাল (৩৭)।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, বাড্ডার একশ ফিট রাস্তায় একটি ব্রিজের ওপর ডাকাতির প্রস্তুতির সময় ডিবি পুলিশের সঙ্গে ডাকাতদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে তিন ডাকাত পুলিশের গুলিতে আহত হয়। তাদের রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লাভলু নামে একজনের মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, লাভলু গাজীপুরের হাবিবুর রহসানের ছেলে। অপর দুজনকে জাতীয় অর্থোপেডিক পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

ওসি রফিকুল ইসলাম আরো জানান, বন্দুকযুদ্ধেকালে অস্ত্র ও র‌্যাবের জ্যাকেটসহ ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।