লকডাউন মানাতে উখিয়ায় ইউএনও’র প্রচেষ্টা

ইমরান আল মাহমুদ •

করোনা সংক্রমণের চলমান পরিস্থিতি সামাল দিতে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে দেশজুড়ে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ।

শুক্রবার(২৩জুলাই) কঠোর লকডাউনের প্রথমদিন উখিয়া উপজেলা প্রশাসন ছিলো কঠোর অবস্থানে। উপজেলা নির্বাহী অফিসার নিজাম আহমদের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় বিভিন্ন স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় অপ্রয়োজনে বের হওয়া যানবাহন চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। আইন অমান্য করে খোলা রাখা দোকানপাট বন্ধ করে দেওয়া হয়।
তবে জনসাধারণের মাঝে চোর পুলিশ খেলা দেখা যায়।

উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ বলেন, আজ থেকে ১৪দিনের লকডাউন বাস্তবায়নে মাঠে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ সদস্যরা কঠোরভাবে সক্রিয় রয়েছে। খাবারের দোকান ৩টা পর্যন্ত খোলা থাকবে এবং অন্যান্য দোকানপাট বন্ধ থাকবে।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতার অংশ হিসেবে প্রতিবারের মতো এবারের লকডাউনেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্কবিহীন পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।