লোডশেডিং বন্ধ না হলে চকরিয়ায় বিদ্যুৎ অফিস ঘেরাও

রাজু দাশ, চকরিয়া ◑

চকরিয়ায় উপজেলা বিদ্যুতের লোডশেডিং চরমে জনজীবন অতিষ্ঠ। অসুস্থ ও বৃদ্ধ লোকজনের কষ্টের সীমা নেই লোডশেডিং যন্ত্রণায়। করোনা ভাইরাসের কারণে অনেক অফিস আদালত দোকানপাট বন্ধ থাকা সত্বেও লোডশেডিং জেনো নিত্যদিনের ঘটনা। তবে লোডশেডিং বন্ধ না হলে বিদ্যুৎ অফিস ঘেরাও করা হুশিয়ারী দিয়েছে এলাকাবাসী।

জানা যায়, করোনা ভাইরাস পরিস্থিতিতে সারাদেশের স্কুল-কলেজ, মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান দোকানপাট বিপণি বিতান বন্ধ হলেও লোডশেডিং যন্ত্রণায় থেকে থেকে রেহাই পাচ্ছেন না চকরিয়ার সাধারণ জনতা।

স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে মানুষ এখন গৃহবন্দী। সমস্ত কিছু অচল করে ঘরের ভেতর দিনরাত কাটাতে বাধ্য হচ্ছে মানুষ। এর মাঝেই অসহনীয় গরমে লোডশেডিংয়ের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘরে আলো জ্বলছে না, ফ্যান ঘুরছে না, ফসলী জমির পানির পাম্পও চালানো সম্ভব হচ্ছে না। ফলে শহরের অনেক মহল্লাতে হুংকার শুরু হয়েছে ইতো মধ্যে। বিদ্যুৎ অফিস ঘেরাও হুশিয়ারী দিচ্ছেন স্থানীয় লোকজন।

পরিস্থিতি ভয়াবহ রূপ নেবার আগেই জরুরি পদক্ষেপ নেয়া জন্য অনুরোধ জানান এলাকাবাসী।