শহীদ এটিএম জাফর আলম ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

ঢাকা প্রতিনিধি:
শহীদ এটিএম জাফর আলম ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে।

সোমবার(৩০ মে) ঢাকা বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি,সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আলম।

সভায় বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) সামসুল আরেফিন,স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী,পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মোছাম্মৎ নাসিমা বেগম সহ প্রমুখ।

অনুষ্ঠানে বিগত ২০১৯-২১ মেয়াদের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও মন্ত্রিপরিষদ বিভাগের আইন ও বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব শফিউল আজিম। এছাড়া কোষাধ্যক্ষের আর্থিক প্রতিবেদনও কন্ঠভোটে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এরপর ২০২১-২৩ মেয়াদে ফাউন্ডেশনের কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। বক্তব্য প্রদান করেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার নাথ।

আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ সভাপতি সরকারের সাবেক অতিরিক্ত সচিব সোলতান আহমদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (অতিরিক্ত সচিব) ড. আবু সালেহ মোস্তফা কামাল।

ফাউন্ডেশনের সদস্যবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা বার্ষিক সাধারণ সভা শেষে নৈশভোজে মিলিত হন।