শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা, কোচিং, জিপিএ-৫ এর চাপ!

কক্সবাজার জার্নাল ডেস্ক:
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমাদের শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার চাপ, কোচিংয়ের চাপ, জিপিএ ৫ এর চাপ। এর মধ্যে কোনো আনন্দ নেই।

মন্ত্রী বলেন, শিক্ষা নিয়ে যারা কাজ করেন তাদের জন্য ইরাবের এই সংকলন সহায়ক গ্রন্থ হবে বলে আমি মনে করি। সাংবাদিক হিসেবে ইরাব সদস্যদের যে উপলব্ধি, বিশ্লেষণ ও অভিজ্ঞতা তা তারা তুলে ধরেছেন। লেখাগুলো আমাদের সহযোগিতা করবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে এই প্রকাশনার জন্য আমি ইরাবকে ধন্যবাদ জানাই।

তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ অত বেশি নেই। সৃজনশীল পড়ালেখার মধ্যে আমরা কতটা সৃজনশীলতা শেখাতে পারছি সেটা নিয়েও আমাদের ভাবতে হবে। তবে আমরা মূল্যায়ন পদ্ধতি নিয়ে কাজ করছি। নতুন কারিকুলাম প্রণয়নের কাজও শেষের পথে।’

শনিবার এজুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) এর ম্যাগাজিন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসব কথা বলেন তিনি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ‘কলম’ নামে এই ম্যাগাজিন প্রকাশ করে ইরাব।