রোহিঙ্গা শিবিরে ইয়াবা, অস্ত্র ও বিপুল পরিমানে গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজারের উখিয়ায় ৬ হাজার ৩০০ পিস ইয়াবাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে ১টি আমেরিকান রাইফেল, ১টি পিস্তল ও ৪৯১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উখিয়ার ১৫ নম্বর ক্যাম্পের মৃত মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ হোছন (৩০) ও মোহাম্মদ হাসেমের ছেলে জাহেদ হোসেন (৩০)। বৃহস্পতিবার (১৬ জুন) রাত দেড়টায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার ২০ নম্বর ক্যাম্পে অভিযান চালায় এপিবিএন। রাত ১০টায় ৫-৬ জন সদস্যকে দেখে এপিবিএন সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে রোহিঙ্গা সদস্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ১টি এসল্ট রাইফেল (COLT HARTFORD, USA) এবং ৪৯১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে রাত দেড়টায় আবারও অভিযান চালানো হয়। এ সময় ১টি নাইন এমএম পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ৬ হাজার ৩০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনই এর আগের গোলাগুলিতে অংশ নিয়েছিল।