শোক দিবসের অনুষ্ঠানে গুলি করলো যুবলীগ নেতা, সহযোগীসহ র‍্যাবের হাতে আটক!

কক্সবাজার জার্নাল ডেস্ক:
চট্টগ্রামের চন্দনাইশে আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে গুলিবর্ষণ ও নাশকতার মামলার প্রধান আসামি যুবলীগ নেতা গিয়াস উদ্দিন ওরফে সুজন ও তার অপর সহযোগীকে আটক করেছে র‍্যাব।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে র‍্যাব-৭’র এক অভিযানে রাজধানী ঢাকা থেকে তাদেরকে আটক করে।
এর আগে গত ৩০ আগস্ট চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে হামলা এবং গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়েছেন চার জন, আহত হয়েছেন আরও কয়েকজন।

আটককালে তাদের থেকে ১ টি বিদেশী পিস্তল, ১ টি বিদেশী রিভলবার ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব–৭’র সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার গণমাধ্যমকে জানান, চন্দনাইশের হাশিমপুরে আলোচনা সভায় গুলিবর্ষণ ও নাশকতার সৃষ্টির ঘটনায় চন্দনাইশ থানায় গত বৃহস্পিতবার একটি মামলা দায়ের হয়। এ ঘটনার র‍্যাবের পক্ষ থেকে ছায়া তদন্তের পাশাপাশি গোয়েন্দা নজরদারি চালিয়ে এই দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

ওই কর্মসূচিতে দুপক্ষের সংঘর্ষের সময় গিয়াস উদ্দিন সুজনের প্রকাশ্যে গুলি ছোঁড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ছড়িয়ে পড়ার পর গিয়াস উদ্দিন গা ঢাকা দেয়। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তার ব্যবহৃত অস্ত্রটি অবৈধ বলে নিশ্চিত করা হয়।
সূত্র: যমুনা অনলাইন