শ্রমবাজার দখলকারী ৯৯ রোহিঙ্গাকে ক্যাম্পে হস্তান্তর!

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল :


টেকনাফের শ্রমবাজার দখলে নেওয়া ৯৯ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

অনুসন্ধানে দেখা যায়, টেকনাফে দিনমজুর, হোটেল, রেষ্টুরেন্ট, অটোরিক্সা চালকে কর্মরত বেশীর ভাগ কর্মজিবী মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা।

এদিকে টেকনাফের শ্রমবাজার দখলকারী স্থানীয় জনগোষ্টির সাথে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদেরকে আইনের আওয়তাই নিয়ে আসার জন্য সাঁড়াশী অভিযান পরিচালনা করে যাচ্ছে অত্র থানায় কর্মরত পুলিশ সদস্যরা।

তারই ধারাবাহিকতায় গত দুই দিনে শ্রমবাজার দখলকারী দিনমজুর, অটোরিক্সা চালকসহ ৯৯ জন রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, উখিয়া-টেকনাফে আশ্রিত রোহিঙ্গারা ক্যাম্প থেকে বের হয়ে অত্র এলাকার বিভিন্ন স্থানে প্রবেশ করে অটোরিক্সা চালানোসহ দিনমজুর হিসেবে কাজ করে যাচ্ছে।

বর্তমানে স্থানীয়দের শ্রমবাজারও অনেকটা তাদের দখলে। তাদেরকে আইনের আওয়তাই নিয়ে এসে ক্যাম্পে হস্তান্তর করার জন্য আমাদের চলমান এই অভিযান অব্যাহত থাকবে।