সদর উপজেলার পিছনে প্রবাসীর বসতঘরে হামলা: ভাংচুর ও লুটপাট

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজার সদর উপজেলার পিছনের পশ্চিম হাজির পাড়ায় মৃত মাহফুজ রহমানের পুত্র আবুল বশরের বসতভিটায় হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী আবদুস ছালামের পুত্র নজরুল ইসলামের নেতৃত্বে শাহাব উদ্দীনসহ ভাড়াটিয়া ১০/১২ জন সন্ত্রাসী এই কর্মকান্ড চালায়।

এসময় তারা ঘরে থাকা কলেজ ছাত্রী তানিয়াসহ তার পরিবারের লোকজনকে বেদড়ক মারধর করে, মুল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

৫ নভেম্বর (মঙ্গলবার) বিকেলের দিকে বশরের বসতভিটায় এ ঘটনা ঘটে।

গৃহকর্তা প্রবাসী আবুল বশর জানান, তিনি প্রবাসে থাকার কারণে তার পরিবারের প্রায় সময় নানা কারনে অকারণে চাঁদা চাইত উল্লেখিত সন্ত্রাসীরা। যার ধারাবাহিকতায় ঘটনার দিন তারা দলবল সজ্জিত হইয়া তার কাছে চাঁদা চাইলে সে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, সন্ত্রাসীরা প্রথমে তার ঘরের সামনের দেওয়াল ভেঙ্গে দেয়। পরে বাড়িতে ঢুকে তার পরিবারের উপর হামলা চালিয়ে, নগদ টাকাসহ মুল্যবান জিনিসপত্র লুট করে।

এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বশর জানান, তারা এই ব্যাপারে মামলার প্রস্তুতি করছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শাহাজান কবির জানান, প্রবাসী বশর ও তার স্ত্রী রিজিয়া থানায় এসেছিল, ঘটনাটি শুনে,তাদেরকে লিখিত অভিযোগ দিতে বলেছেন। আর এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।