সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের পরিবারে জায়গা দেবেন না: চসিক মেয়র

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা কারও ভাই কিংবা বন্ধু হতে পারে না। এরা দেশ ও জাতির শত্রু। এদের পরিবারে জায়গা দেবেন না। সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে প্রতিহত করুন। 

বৃহস্পতিবার নগরীর জামালখান ওয়ার্ডে ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমনের ব্যক্তিগত উদ্যোগে ৬০০ গরিব ও দুস্থ রোজাদারকে ইফতারসামগ্রী দেওয়া হয়। তার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সিটি মেয়র বলেন, জনপ্রতিনিধি যে ধর্মেরই হোক, তিনি ধর্মীয় বিবেচনা থেকে জনসেবা দিতে পারেন না। তাকে সব ধর্মের মানুষেরই সেবা নিশ্চিত করতে হয়। কাউন্সিলর শৈবাল দাশ সুমন হিন্দু ধর্মাবলম্বী হয়েও পবিত্র রমজান মাসে মুসলিম গরিব ও দুস্থ রোজাদারদের মাঝে ইফতারসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারী কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, শাহাবুদ্দীন ডেকোরেটরের কর্ণধার শাহাবুদ্দীন আহমেদসহ জামালখান ওয়ার্ড আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।