সড়ক দুর্ঘটনা রোধে পাঁচ দফা দাবি শিক্ষার্থীদের!

ইমরান আল মাহমুদ,উখিয়া:
কক্সবাজার-টেকনাফ সড়কে দূর্ঘটনা রোধে পাঁচ দফা দাবি নিয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

সোমবার(২৫ জুলাই) সকাল ১১টায় উখিয়ার থাইংখালী স্টেশনে মানববন্ধনে বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষার্থীদের হাতে সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন স্লোগান নিয়ে প্লে কার্ড দেখা যায়। থাইংখালী উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলেন,”আমরা সড়কে আর কারো তাজা প্রাণ হারাতে চাইনা। সড়কে অপ্রাপ্তবয়স্ক,অদক্ষ, লাইসেন্স বিহীন চালকদের প্রতিরোধে উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। আমরা নিরাপদ সড়ক চাই। কয়েকদিন আগে বাড়ি ফেরার পথে আমাদের এক বোনের তাজা প্রাণ সড়কে ঝরে গেলো।”

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি:
*অপ্রাপ্ত বয়স্ক, অদক্ষ ও লাইসেন্স বিহীন চালক দ্বারা সিএনজি, অটো রিক্সা, টমটম, মোটর সাইকেল বাস-ট্রাকসহ ভারী যানবাহন চলাচল করা যাবে না।
* স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া পালংখালী ইউনিয়নের সকল ছাত্র -ছাত্রীদের হাফ ভাড়া নিশ্চিত করতে হবে।
*বিভিন্ন এনজিও কর্তৃক পালংখালী ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো তৈরী ও শিক্ষার মান উন্নয়নে কাজ করতে হবে।
*পালংখালী ইউনিয়নে দ্রুত কলেজ প্রতিষ্ঠা করতে পারে।
* মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মাইকিং ও হর্ণ বাজানো যাবে না।
এদিকে, শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে মানববন্ধনে অংশ নেয় অধিকার বাস্তবায়ন কমিটি, নাগরিক অধিকার পরিষদ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা।

মানববন্ধনে বক্তারা বলেন, “উখিয়া উপজেলায় প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে। সংশ্লিষ্ট আইন শৃংখলা বাহিনী এই দূর্ঘটনা যদি না থামাতে পারেন, তাহলে এটির দায়ভার প্রশাসনের। সম্প্রতি থাইংখালীর শিক্ষার্থী ইশিকা নূর রাস্তা পারাপারের সময় সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরণ করে।”
বক্তারা আরও বলেন,” যত্রতত্র গাড়ী পার্কিং, রাস্তার লেইন বন্ধ, স্পীড ব্রেকার স্থাপন, নির্ধারিত জায়গায় গাড়ী পার্কিং স্থাপন করার জন্য সরকার ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করি। অদক্ষ ও লাইসেন্স বিহীন টমটম,সিএনজি,ট্রাকসহ বিভিন্ন গাড়ী চালক এবং রোহিঙ্গাদের হাতে গাড়ি চালানো বন্ধসহ অব্যবস্থাপনা, ট্যাক্স টোকেন বানিজ্য বন্ধের আহবান জানাই।”
মানববন্ধনে বক্তব্য রাখেন থাইংখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কমরুদ্দিন মুকুল, থাইংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাব উদ্দিন, হলি চাইল্ড একাডেমি থাইংখালীর সভাপতি রশিদ আহমেদ, শিক্ষানুরাগী মাস্টার নুরুল বশর, রহমতেরবিল দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মোজাম্মেল হক, পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আজিজ উদ্দিন, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, নাগরিক অধিকার পরিষদের আহ্বায়ক তাইজুল আক্তার জুয়েল, পালংখালী অধিকার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইঞ্জি. রবিউল হোসাইন, থাইংখালী উচ্চ বিদ্যালয় এসএসসি ‘১৩ ব্যাচের শিক্ষার্থী সাইদুল ইসলাম, ‘১৭ ব্যাচের আলমগীর ফরহাদ নয়ন, ‘১৯ ব্যাচের আব্দুল্লাহ আল নোমান, সালাহ উদ্দিন, ‘২২ ব্যাচের রিয়াজ উদ্দিন জিসান প্রমুখ।