হলদিয়ার ১নং ওয়ার্ডের সেবক হিসাবে ভাতিজা মনজুরকে জনতার কাছে তুলে দিলেন ইসলাম

নিজস্ব প্রতিবেদক •

অনেক জল্পনা কল্পনা অবসান ঘঠিয়ে অবশেষে উখিয়ার হলদিয়াপালং ১ নং ওয়ার্ডে মেম্বার পদে চাচা ভাতিজার মধ্যেই একজনই নির্বাচনে অংশ গ্রহন করবেন বলেই চুড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

তার আলোকে গতকাল সোমবার বাদে এশা হাজারো জনতার উপস্থিতিতে মরিচ্যাপালং উচ্চ বিদ্যালয়ের মাঠে এক মঞ্চে উঠেন হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেম্বার মোহাম্মদ ইসলাম এবং বর্তমান মেম্বার এম মনজুর আলম।

এসময় মোহাম্মদ ইসলাম নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা দিয়ে হাজারো জনতার মাঝে আবারও বর্তমান মেম্বার ভাতিজা এম মনজুর আলমকে সেবক হিসাবে তুলে দেন। এসময় হাজারো জনতা দুই হাত তুলে এই ঘোষনাকে স্বাগতম জানান।

আগামি ১১নভেম্বর অনুষ্টিতব্য ইউপি নির্বাচনে হলদিয়াপালং ১নং ওয়ার্ড থেকে ১৫ জন মনোনয়ন সংগ্রহ করেন। তৎমধ্যে একই পরিবার থেকে মোহাম্মদ ইসলাম ও বর্তমান মেম্বার এম মনজুর আলম প্রার্থী হন। এক পরিবারের দুইজন প্রার্থী হওয়ার কারনে সাধারন ভোটার বিপাকে পড়ে। অবশেষে তাদের মধ্যে এম মনজুর আলমই প্রার্থী হবে বলে সিদ্ধান্ত হয়। এই ঘোষনা ছড়িয়ে পড়লে সাধারন ভোটারের মাঝে স্বস্থি ফিরে আসে।

হাফেজ গিয়াস উদ্দিনের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক মাষ্টার বদর উদ্দিন, বিএনপি নেতা এ্যাডভোকেট আবদুর রহিম, বিএনপি নেতা মির্জা জহির রায়হান, মাষ্টার জিতেন্দ্র লাল বড়ুয়া,তমিজ আহাম্মদ সওদাগর, মিলন বড়ুয়া, সন্তোষ বড়ুয়া, আওয়ামীলীগ নেতা নজির আহাম্মদ, দুবাই প্রবাসী আদর্শ বড়ুয়া , মোহাম্মদ আলী সওদাগর, সালেহ আহমদ, হাজী আবদুল জলিল প্রমুখ।