১ লাখ ৩০ হাজার ইয়াবাবর্তী বস্তাসহ রোহিঙ্গা আটক

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •

টেকনাফ নাফনদী সীমান্ত এক লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

এসময় মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে আসা মোঃ হার বশর (২০) নামে এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। জব্দকৃত এই ইয়াবা গুলোর আনুমানিক মূল্য ৩ কোটি ৯০ লাখ টাকা হবে বলে জানায় বিজিবি।

বিজিবির পাঠানো প্রেস বার্তা সূত্রে জানা যায়,১৭ নভেম্বর (মঙ্গলবার) ভোর রাতের দিকে ২ বিজিবির আওয়তাদ্বীন হ্নীলা লেদা বিওপিতে কর্মরত সদস্যরা গোপন সংবাদে জানতে পারে লেদা নাফনদী সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা বড় একটি ইয়াবার চালান বাংলাদেশ উপকুলে প্রবেশ করতে পারে।
সেই গোপন সংবাদের তথ্য অনুযায়ী বিজিবির একটি টহলদল সেখানে কৌশলগত অবস্থান নেয়। একপর্যায়ে নাফনদ পার হয়ে এক ব্যক্তিকে প্লাস্টিকের বস্তা কাঁধে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে ধরতে সক্ষম হয়।

এসময় তার কাঁধে থাকা প্লাস্টিকের বস্তাটি তল্লাশি করে ১ লাখ, ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, টেকনাফ সীমান্তে এক লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় প্রেরন করা হয়েছে।###