চকরিয়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

কক্সবাজার জার্নাল রিপোর্ট •

দীর্ঘদিন পালিয়েও শেষ রক্ষা হয়নি মো. হাসানের। পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার এই আসামিকে ২৪ আগষ্ট (বৃহস্পতিবার) গভীর রাতে একতা বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে হারবাং ফাঁড়ির পুলিশ।

আলোচিত এই আসামি চকরিয়া বিবিরখীলের প্রহরচাঁদা এলাকার মৃত আহম্মেদ হোসেনের ছেলে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ জানান, গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন গাঢাকা দিয়েছিল মাদক কারবারি হাসান। তার বিরুদ্ধে চকরিয়া থানায় মাদকের মামলা রয়েছে। যার মামলা নং, ৩৯৩/১৮ (মাদক)। এ মামলায় ২০২১ সালে আসামীর ৫ বছরের সাজা হলে সে দীর্ঘদিন পালিয়ে অন্যত্র চলে যায়।

ওসি আরও জানান, অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে হারবাং পুলিশ ফাঁড়ির আইসি কাইছার হামিদের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরীর সঙ্গীয় এসআই শামীম, এএসআই রাজীব, এএসআই সোলাইমান ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, আটক আসামি হাসানকে আজ চকরিয়া আদালতে সোপর্দ করা হইবে।

জানা গেছে, মো. হাসান এলাকার একজন চিহ্নিত অপরাধী। সে মাদকসহ নানা অপরাধে জড়িত।