৮ এপিবিএন’র অভিযান: ১৫ মাসে ১৭ লাখ ইয়াবা উদ্ধারসহ আটক-৮৫০ জন


ইমরান আল মাহমুদ,উখিয়া:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১৫ মাসে ১৭ লাখ ইয়াবা উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যরা।

মঙ্গলবার(২৪ মে) ভোরে ক্যাম্প-১৯ এর বি-১৬ ব্লকে অভিযান চালিয়ে ১০হাজার পিস ইয়াবা উদ্ধারের মধ্য দিয়ে ১৭ লাখ ইয়াবা উদ্ধার করে ৮ এপিবিএন।

বিষয়টি নিশ্চিত করেন ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন।

তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্ব নেওয়ার ১৫ মাসে ১১টি ক্যাম্পে নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৭ লাখ পিস ইয়াবা উদ্ধার সহ ৮শ ৫০ জন মাদককারবারি গ্রেফতার করা হয়। তাছাড়া ক্যাম্পের প্রতিটি ব্লকে সন্ত্রাসী কার্যক্রম রোধে এপিবিএন সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। যার মধ্যে ব্যতিক্রমী একটি উদ্যোগ স্বেচ্ছায় পাহারা কার্যক্রম। রোহিঙ্গাদের সমন্বয়ে স্বেচ্ছায় পাহারা কার্যক্রম চালুর পর থেকে ক্যাম্পে অপরাধ প্রবণতা কমে এসেছে। যারা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত তাদের তালিকা করে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানান তিনি।

ক্যাম্পে ৮ এপিবিএন দায়িত্ব নেওয়ার পর থেকে সকল অভিযান গণমাধ্যমে প্রকাশ করে সাথে থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান ৮ এপিবিএন কমান্ডিং অফিসার মোহাম্মদ সিহাব কায়সার খান।