কক্সবাজারে দুটি অক্সিজেন সিলিন্ডার দিলেন ক্রিকেটার মুমিনুল

বিশেষ প্রতিবেদক •

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় অক্সিজেন সেবা নিশ্চিত করতে কক্সবাজার অক্সিজেন ব্যাংককে দুটি অক্সিজেন সিলিন্ডার উপহার দিলেন বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুমিনুল হক।

রোববার বিকেল ৩ টায় কক্সবাজার শহরের প্রধান সড়কে অক্সিজেন ব্যাংকের কার্যালয়ে এসে তিনি সিলিন্ডার ২ টি হস্তান্তর করেন।

সিলিন্ডার দুটি মুমিনুল হকের হাত থেকে গ্রহণ করেন কক্সবাজার অক্সিজেন ব্যাংকের প্রধান সমন্বয়ক ইশতিয়াক আহমদ জয়।

মুমিনুলের পারিবারিক সূত্র জানায়, জিম্বাবুয়ের সাথে টেস্ট সিরিজ জিতেই দেশে ফিরে এসে মুমিনুল কোরবানির ঈদ করতে শনিবার কক্সবাজার এসে পৌঁছান।

কক্সবাজার অক্সিজেন ব্যাংকের প্রধান সমন্বয়ক ইশতিয়াক আহমদ জয় বলেন, ‘মুমিনুল বাংলাদেশ ক্রিকেট দলের গর্বিত অধিনায়ক। তিনি নিজ থেকে জেলাবাসীর এই বিপদে অক্সিজেন ব্যাংকের পাশে এসে দাড়িয়েছে । এজন্য তার কাছে আমরা কৃতজ্ঞ। মুমিনুলের মত সমাজে বিত্তবানদের উচিৎ জেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষায় কাজ করা।’

তিনি আরও বলেন, অধিনায়ক মুমিনুলের ২ টি সিলিন্ডার যোগ হওয়ায় আমাদের কাছে বর্তমানে ৩০ টি সিলিন্ডার রয়েছে।

বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুমিনুল হক বলেন, ‘আমার জন্মভূমি কক্সবাজার শহর। এই শহরের ধূলোবালিতেই আমার বেড়ে ওঠা। এখানকার প্রতিটি মানুষ আমার আত্মার আত্মীয়। তাদের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিদেশে থাকতেই কক্সবাজার অক্সিজেন ব্যাংকের কথা আমি জানতে পারি। তখনই সিদ্ধান্ত নেই এই ব্যাংকের সাথে আমিও থাকব। তাই শনিবার কক্সবাজার আসার সময় আমি দুটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসি।’

সরকারের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে করোনা মহামারি বিরুদ্ধে লড়তে অনুরোধ করেন মুমিনুল।