উখিয়ায় বাজার মনিটরিংয়ে ১৯হাজার টাকা জরিমানা আদায়

ইমরান আল মাহমুদ:
উখিয়া উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে রবিবার মরিচ্যা বাজারে ৫ মামলায় ১৯হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উখিয়া থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সালেহ আহমদ।

অভিযানের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন,” রবিবার নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে উখিয়া থানা পুলিশের সহযোগিতায় মরিচ্যা বাজারে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে পাঁচটি দোকান থেকে ১৯হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভেজাল রোধে সবাইকে সতর্ক করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে।”

এর আগে গত ৩ এপ্রিল কুতুপালং বাজারে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে ৮ মামলায় ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং মায়ানমারের অবৈধ পণ্য জব্দ করা হয়। রমজান মাসের প্রথমদিন বাজার মনিটরিং করে মুদির দোকান সহ বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের তালিকা টাঙানোর জন্য সতর্ক করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব। এরপরই নিয়মিত বাজার মনিটরিং করে তদারকি করা হয়।