করোনা আক্রান্তদের সেবা দিতে গিয়ে আক্রান্ত আমেরিকা প্রবাসী কক্সবাজারের সন্তান ডা. আতাউল

শাহেদ মিজান ◑

দীর্ঘদিন দিন আমেরিকায় স্বপরিবারে বাস করছেন কুতুবদিয়ার কৃতিসন্তান ডা. আতাউল ওসমানী। সেখানে তাদের কয়েকজনের মালিকানাধীন ক্লিনিক রয়েছে। সেখানে চিকিৎসবা সেবায় নিয়োজিত রয়েছেন আতাউল ওসমানী। ওই ক্লিনিকে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর চিকিৎসা দিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু চিকিৎসা দিতে গিয়ে নিজেই করোনায় আক্রান্ত হয়েছেন এই চিকিৎসক।

জানা গেছে, অসুস্থ হওয়ার পর নিজের ক্লিনিকেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। তাকে আইসোলেশনের রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

কুতুবদিয়ার স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, ডা. আতাউল ওসমানী কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরং মালেক শাহ দরবার এলাকার মৃত জাফর আহমদ সিকদারের পুত্র। তারা আট ভাই রয়েছেন। সবাই আমেরিকা প্রবাসী। তারা সবাই আমেরিকা নিউয়র্ক শহরের বাস করেন।  চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের এমডি ডা. ফজলুল হকের ছোট ভাই।  তারা কয়েক বছর অন্তর দেশে আসা-যাওয়া করেন। তবে ডা. আতাউল ওসমানী খুব কম আসেন। চিকিৎসা পেশার ব্যস্ততার কারণে তাঁর দেশে আসা হয় না বলে আত্মীয়রা জানিয়েছেন।

ডা. আতাউল ওসমানী দীর্ঘ ৩০ বছর ধরে স্বপরিবারে আমেরিকায় বসবাস করছেন। সেখানে কয়েকজন মিলে গড়ে তুলেছেন একটি ক্লিনিক। সেখানে পেশাদারভাবে চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন কুতুবদিয়ার কৃতিসন্তান এই গুণী চিকিৎসক।

আতাউল ওসমানী একজন জনপ্রিয় শিল্পী ও সংগঠক হিসাবে তাঁর সুখ্যাতি রয়েছে। সম্প্রতি সময়ে ইউটিউবে সাড়া জাগানো ইসলামী গান “যাদের হৃদয়ে আছে আল্লাহ’র ভয়, তাঁরা কভু পথ ভুলে যায় না” সহ বহু ইসলামী গেয়েছেন তিনি।