আবাসিক হোটেলে ফেনসিডিল-ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক

ডেস্ক রিপোর্ট •

যশোরের একটি আবাসিক হোটেল থেকে ফেনসিডিল-ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ দুই পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় শহরের মোমিননগর সমবায় সমিতি ভবনের উপরে যশোর আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বাগেরহাট সদর উপজেলার জয়গাছি গ্রামের আব্দুল জব্বার মোল্যার ছেলে আজম মোল্লা ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার কচুয়াপোতা গ্রামের শফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ মুজাহিদ। তারা দুজনই কনস্টেবল।

এর মধ্যে আব্দুল জব্বার যশোরের চাঁচড়া ফাঁড়িতে কর্মরত। আর মুজাহিদ ঢাকা মেট্রোপলিটন পুলিশে সাময়িক বরখাস্ত হয়েছেন। তাদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, যশোর আবাসিক হোটেলের ৪১০ নম্বর কক্ষে অবস্থান করছিলেন কনস্টেবল মুজাহিদ ও আজম।

গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালান কসবা পুলিশ ফাঁড়ির এসআই খায়রুল আলম। এ সময় তাদের কাছ থেকে দুই বোতল ফেনসিডিল, ১০টি ইয়াবা ও সেবনের জন্যে বিশেষভাবে তৈরি চারটি পাইপ লাইটার উদ্ধার করা হয়। মাদক বিক্রির উদ্দেশ্যে হোটেলে অবস্থান করছিলেন আটক দুই পুলিশ সদস্য।