উখিয়ায় কবরও দখলের চেষ্টা!

বার্তা পরিবেশক :

উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া বাজারের পুর্ব পাশে দীর্ঘদিনের পুরোনো কবরস্থান জবরদখলের অভিযোগ উঠেছে থিমছড়ি মাঝের পাড়া এলাকার মৃত আব্দুল জলিল হাজীর ছেলে আবুল কাসেম ও মীর কাসেমের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহত্তর ভালুকিয়ায় দীর্ঘদিনের অবস্থিত কবরস্থানটি শতবছর আগে থেকে কয়েকটি পাড়া মহল্লার মানুষ এই স্থানে কবরের স্থান হিসাবে ব্যবহার করে আসছে।

কিন্তু হঠাৎ দেখা গেছে, রত্নাপালং ইউনিয়নের (৩নং ওয়ার্ড) থিমছড়ির মাঝের পাড়া এলাকার আবুল কাসেম ও মীর কাসেম নামে তারা দু ভাই মিলে কবরস্থান কেটে কবর বিলীন করে দিচ্ছে। পাহাড়ি কবরস্থানের জায়গা সমতল করে কবরের পরিবেশ নষ্ট করে দিয়ে বাউন্ডারি দিয়ে জায়গাটি দখল করার পায়তারা চালাচ্ছে। এ নিয়ে ভালুকিবাসী চরম উত্তেজনাকর অবস্থায় রয়েছে।

কবরস্থানটি রক্ষা করার জন্য প্রশাসনের প্রতি হস্তক্ষেপ কামনা করেন বৃহত্তর ভালুকিয়াবাসী।