উখিয়ায় লকডাউন বাস্তবায়নে তৎপর প্রশাসন, দশ মামলায় ১৪ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক •

উখিয়ায় কঠোর লকডাউন সফল করতে প্রথম দিনে বৃষ্টি উপেক্ষা করে মাঠে ছিল উপজেলা প্রশাসন। লকডাউনে সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করা ও মাস্ক না পরায় ১০ মামলায় ১৪জনকে ৪হাজার ৬শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এসময় উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ উপজেলার বিভিন্ন জনবহুল স্টেশন ও বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ও লোকজনকে সচেতন করেন।

এসময় তিনি বলেন, লকডাউনের প্রথমদিন ১০টি মামলায় ১৪জনকে ৪ হাজার ৬শ টাকা জরিমানা করা হয় এবং লকডাউন চলাকালে অপ্রয়োজনে বাইরে আসা মানুষজনকে করোনার ব্যাপারে সচেতন করাসহ বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন বাস্তবায়নে সব কার্যক্রম অব্যাহত থাকবে।