কক্সবাজার থেকে বিমানে যাওয়া দুই ব্যাক্তির পেটের মধ্যেই ১০ লাখ টাকার ইয়াবা!

ডেস্ক রিপোর্ট •

পেটের মধ্যে বিশেষ কায়দায় ইয়াবা নিয়ে বিমানবন্দর দিয়ে প্রবেশের সময় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে কক্সবাজার থেকে আসা একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাদের গ্রেফতার করা হয়।

কক্সবাজার থেকে ইউএস-বাংলার একটি বিমান দুপুরে ল্যান্ড করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এসময় মূল আসামি গোলাম মোস্তফা মন্ডল পেটের মধ্যে বিশেষ কায়দায় ইয়াবা নিয়ে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় চ্যালেঞ্জ করে এপিবিএন। পরে তাকে এক্সরে করলে তার পেটে ২ হাজার ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এসময় তাকে নিতে আশা এক ব্যক্তিকেও বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, কক্সবাজারের কলাতলীর একটি হোটেলে সেলিম নামে এক ব্যক্তি তাকে ইয়াবা খাওয়ায়। যা ঢাকার রহমান মানে এক ব্যক্তির কাছে যাওয়ার কথা ছিল। এই ইয়াবার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। পুলিশ বলছে, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। তারা এর আগেও একইভাবে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসে।