কৌশলে রাত কাটান পর্যটকের কক্ষে, ভোরে সর্বস্ব লুট

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমণে আসা মনোজ শাহা নামের এক পর্যটকের কৌশলে সম্পর্ক গড়ে তোলেন হৃদয় মোল্লা নামের এক স্থানীয় যুবক। পরে পর্যটকের কক্ষে রাতে ঘুমান হৃদয়। ভোরে সুযোগ বুঝে পর্যটকের মোবাইল ফোন, ক্যামেরা ও টাকাসহ মালামাল নিয়ে সটকে পড়েন তিনি।

গত শুক্রবার রাখাইন মার্কেট সংলগ্ন হোটেল বিচ ডোর থেকে চুরির ঘটনায় থানায় লিখিত অভিযান দেন ভুক্তভোগী মনোজ শাহা। অভিযোগ পেয়ে অভিযান শুরু করে পুলিশ। অভিযানে রাতেই পৌরসভার তুলাতলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে হৃদয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরির মালামাল উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া হৃদয় মোল্লা (২০) কুয়াকাটা পৌরসভার পশ্চিম কুয়াকাটা গ্রামের বাসিন্দা।

শনিবার দুপুরে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাচনাইন পারভেজ। তিনি জানান, পর্যটকদের সঙ্গে হৃদয় কৌশলে সম্পর্ক গড়ে তোলে। পরে তাদের কক্ষে রাত কাটানোর কথা বলে তিনি। ভোরে পর্যটকদের ডিএসএলআর ক্যামেরা, ৩২ হাজার টাকা ও একটি স্মার্ট ফোন নিয়ে পালান তিনি।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, এর আগেও তার নামে টাকা চুরির অভিযোগ রয়েছে। এটা তার পেশা।