চকরিয়ায় বিশ্বব্যাংক ও এমজিএসপি প্রকল্পের প্রতিনিধি দলের সাথে পৌর কর্তৃপক্ষের মতবিনিময় সভা

এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া ◑

কক্সবাজারের চকরিয়া পৌরসভা কতর্ৃপক্ষের সাথে বিশ্বব্যাংক এমজিএসপি প্রকল্পের প্রতিনিধি দলের এক মতবিনিময় সভা মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে পৌর সভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিশ্বব্যাংকের ট্রাাস্ট টিম লিডার কোবেনার, এমজিএসপি প্রকল্পের পিডি মোজাক্কের জাহির, ডিপিডি মনজুর আলী, বিশ্বব্যাংকের ইঞ্জিনিয়ার শিয়াব, এমজিএসপি প্রকল্পের ইঞ্জিনিয়ার আশফাকুল জলিল ও পৌর সচিব মাসউদ মোরশেদ।

এ সময় বিশ্বব্যাংক ও এমজিএসপি প্রকল্পের প্রতিনিধি দলের সদস্যরা পৌর সভার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বিষয় নিয়ে কথা বলেন। সভায় বিশ্বব্যাংকের এমজিএসপি প্রকল্পের অধিনে চকরিয়া পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের সার্বিক অগ্রগতি তুলে ধরে বক্তব্য রাখেন পৌর মেয়র আলমগীর চৌধুরী। এসময় বিশ্বব্যাংক প্রতিনিধিদল প্রকল্প কাজের অগ্রগতির জন্য পৌর মেয়রসহ সংশ্লিষ্ঠ কতর্ৃপক্ষের ভূয়শী প্রশংসার পাশাপাশি পৌরসভার উন্নয়ন প্রকল্পের কাজসমুহ সচ্চতার সাথে দ্রুত বাস্তবায়নের পরামর্শ দেন।

মতবিনিময় সভায় ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাফর আলম কালু, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফোরকানুল ইসলাম তিতু, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জামাল উদ্দিন, সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর রাজিয়া সোলতানা খুকুমনি, পৌরসভার ইঞ্জিনিয়ার মুজিবুল হক, এমজিএসপি প্রকল্পের সাইড ইঞ্জিনিয়ার মাহবুবুর রাহমানসহ প্রকল্পের ঠিকাদার ও পৌরসভার কর্মকর্তা -কর্মচারীগন উপস্থিত ছিলেন