ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আটক ৩

চট্টগ্রাম •


চট্টগ্রাম মহানগর ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের কারণে তিন ছাত্রদল কর্মীকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। পুলিশ বলছে, ঘোষিত নতুন কমিটি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের কারণে তাদের আটক করা হয়।

আটক তিনজন হলেন- মোজাম্মেল হক মনজু, তহিদুল ইসলাম সুমন ও মনিরুজ্জামান। তারা তিনজনই নতুন আহবায়কের অনুসারী।

রবিবার (২৭ ডিসেম্বর) দুপুর একটার দিকে কাজির দেউড়ির নাসিমন ভবন নগর বিএনপির কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গতকাল রাতে ছাত্রদলের ঘোষিত কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। জনমনে আতঙ্ক তৈরির কারণে মিছিল থেকে তিনজনকে আটক করা হয়। বিষয়টি তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।’’

এদিকে শনিবার (২৬ ডিসেম্বর) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল চলতি মাসে ঘোষিত ৫শ জনের ঢাউস কমিটি ভেঙে ৩৫ সদস্যের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করেন। মহানগর ছাত্রদলের নতুন এই কমিটিতে আহবায়ক করা হয়েছে মো. সাইফুল আলমকে ও সদস্য সচিব করা হয়েছে শরীফুল ইসলাম তুহিনকে।